
About the Book | |||
অনুসনধানী সপেসশীপা ইনটিনার অভিযাতরীরা নিপটীন গরহে অবতরণের পর সাকষাৎ পায সবুজ মানবদের। সবুজ চোখ,সবুজ চুল আর সবুজ পোষাকের পরতিটি সবুজ মানব যেন সৌনদরযেরর এক একটি অপূরব পরতিমা। অথচ এই সবুজ মানবদের গিনিপিগ বানিযে ওদের শরীরের উপর ভযংকর সব পরীকষা চালানোরMoreঅনুসন্ধানী স্পেসশীপা ইনটিনার অভিযাত্রীরা নিপটীন গ্রহে অবতরণের পর সাক্ষাৎ পায় সবুজ মানবদের। সবুজ চোখ,সবুজ চুল আর সবুজ পোষাকের প্রতিটি সবুজ মানব যেন সৌন্দর্যেরর এক একটি অপূর্ব প্রতিমা। অথচ এই সবুজ মানবদের গিনিপিগ বানিয়ে ওদের শরীরের উপর ভয়ংকর সব পরীক্ষা চালানোর গোপন ষড়যন্ত্র শুরু করে জীববিজ্ঞানী লিভান। উদ্দেশ্য পূরণে সে তার গবেষণাগারে আটকে ফেলে সবুজ মানব অপুর্ব সুন্দরী নিরিকে। নিরির আর্তচিৎকারে কেঁপে উঠে তরুণ কম্পিউটার প্রোগ্রামার তিলিনার বুকটা। জীবনরে ঝুঁকি নিয়ে নিরিকে সাহায্য করতে এগিয়ে যায় সে। ঘটনাক্রমে সেও বন্দি হয় গবেষণাগারে।জীববিজ্ঞানী লিভান তখন তার ভয়ংকর আর লোমহর্ষক পরীক্ষা শুরু করে দুজনের উপর। লিভানের বিজয়ের হাসি যন্ত্রনা হয়ে ফুটে উঠতে থাকে নিরি আর তিলিনার শরীরে।মুক্তির জন্য পাগল হয়ে উঠে দুজনই । কিন্তু কে সাহয্য করবে তাদের? সাহায্য করার মতো তো কেউ নেই। পিশাচ লিভান যে একে একে বন্দি করছে সবাইকে। আর এখন এগিয়ে আসছে এক ব্যাগ তাজা রক্ত নিয়ে। রক্ত দেখে চিৎকার করে উঠে তিলিনা। কিন্তু এবারও সে পেরে উঠে না। লিভারের চেতনানাশক ওষুধ তাকে নিস্তেজ করে ফেলে। তারপর এক সময় ধীরে ধীরে চোখ খুলে তিলিনা। নিজের শরীরে চোখ পড়তেই আঁতকে উঠে সে । লিভান তার শরীরের এ কি করেছে! নিজের অজান্তেই চোখ দিয়ে গলগল করে পানি বেরিয়ে আসে । এক সময় ডুকরে কেঁদে উঠ্যে তিলিনা।তিলিনা কি আর ফিরে পেয়েছিল তার পূর্বের জীব্ন? ফিরে আসতে পেরেছিলো সবুজ মানবের গ্রহ ছেড়ে প্রিয় পৃথিবীতে? আর কি ঘটেছিল অপূর্ব সুন্দর সবুজ মানবদের ভাগ্যে?(সূত্র: বইয়ের ফ্ল্যাপ থেকে) | |||